January 23, 2021, 5:14 am
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী রেলগেটে কোনো গেটম্যান না থাকায় পথচারী ও যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিছুদিন
ধরে এ সমস্যা চলে আসছে। লালমনিরহাট- বুড়িমারী মহাসড়ক এলাকার ভোটমারী রেলগেটে কোনো গেটম্যান নেই। লালমনিরহাট ও রংপুর থেকে দুইটি রেলগাড়ি প্রতিদিন চারবার যাতায়াত করে। অথচ এ রেলগেট সম্পূর্ণ অরক্ষিত থাকায় পথচারী ও যানবাহন পারাপার হচ্ছে ঝুঁকি নিয়ে। এ রেলগেটে গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী পারাপার হয়। লালমনিরহাট ও রংপুর থেকে বুড়িমারী আসার ক্ষেত্রে এই রেলগেটটি পারাপারের বিকল্প নেই। এ ছাড়া রেল সড়কের দুই দিকের বিভিন্ন পেশার অসংখ্য মানুষ প্রতিদিন হাটবাজার ও অফিস-আদালতে যাতায়াত করেন।
ভোটমারী এলাকার যুবক শরীফ আহমেদ জানান, এ রেলগেটে গেটম্যান নেই সেহেতু মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে কর্তৃপক্ষের দ্রুত গেটম্যান নিয়োগ দেয়া উচিত।
Desherkhobor24 2016-2020© All rights reserved.