January 23, 2021, 3:51 am
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শ্রমিক লীগ রংপুর মহানগর এর আবু হানিফ চয়ন কে,আলোকিত সংগঠন “জনবন্ধু” উপাধি প্রদান করেছেন।
সাম্প্রতিক সময়ে উক্ত সংগঠনটি জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আবু হানিফ চয়ন কে “জনবন্ধু” উপাধিতে ভূষিত করে।
জনবন্ধু
উৎসর্গঃ আবু হানিফ চয়ন
দেশ জনতাকে ভালবেসে আজ যারা হলেন নেতা,
দশের সুখে হয়যে সুখি, জনতার দুঃখে পায় ব্যাথা।
নিজেকে নিয়ে নাই ভাবনা মনে আছে শুধু জনতা,
এমন নেতাকে পাওয়া জনতার মহান স্বার্থকতা।
মোরা অনেক ভাগ্যবান পেয়েছি তেমনী একজন,
সুখে-দুঃখে পাশে থেকে কেড়েছে জনতার মন।
মদাতী বাসীর ভালবাসায় আজ তিনি মহান,
জনতা তারে, আরো দিলো সম্মান।
নামটি তার আবু হানিফ চয়ন ভালবাসার,
“জনবন্ধু” উপাধি দিলাম উপহার।
তবে এ উপাধি সম্মানের সাথে গ্রহণ করেছে, আবু হানিফ চয়ন । তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “মদাতী বাসীর প্রতি কৃতজ্ঞতা ও সংগঠন জন্য শুভ কামনা।”
উক্ত সংগঠন এর সভাপতি বলেন”এ উপাধি আমি আমদের সংগঠন পক্ষ হতে জনবন্ধু আবু হানিফ চয়ন কে উপহার প্রদান করেছি।”
Desherkhobor24 2016-2020© All rights reserved.