January 23, 2021, 4:33 am
ঢাকা প্রতিনিধিঃ
বুধবার বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের সাথে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(APA) ২০২০-২০২১’ -এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ
এমপি ভার্চ্যুয়ালিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে মন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর- সংস্থাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কোভিড মহামারী ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে থাকার জন্য মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থা সমূহের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে মন্ত্রী এ আহ্বান জানান।
Desherkhobor24 2016-2020© All rights reserved.