January 26, 2021, 5:52 am
লালমনিরহাট প্রতিনিধিঃ
ঈদের খুশি ভাগ করি সবার সাথে, এ প্রতিপাদ্যকে মনে প্রাণে লালন করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তি মরহুম আব্দুল জব্বারের সন্তান ও নাতিদের উদ্যোগে 23 মে শনিবার করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ উপহার হিসেবে প্রত্যেক প্যাকেটে ছিল-এক কেজি আটা, আধা কেজি চিনি, এক প্যাকেট লাচ্ছা সেমাই, আধা কেজি মুড়ি ও আধা কেজি চিড়া।
উক্ত কর্মসূচীর শুভ সূচনা করেন- খুব সাধারন ভাবেই যে অসাধারন মানুষটি সাধারন মানুষের সঙ্গে মিশে যান। সকলের ভালো-মন্দ, আনন্দ-বেদনায়, হাসি-কান্নায় নিজেকে জড়িয়ে নেন, তিনি হলেন আবু হানিফ চয়ন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, যুবলীগ, কালীগঞ্জ উপজেলা শাখা ও ভাইস চেয়ারম্যান শ্রমিকলীগ, রংপুর মহানগর।
আরও উপস্থিত ছিলেন – বিশিষ্ট ব্যবসায়ি মিজানুর রহমান মিজু, ফজলুল হক মোনা ও ইউপি সদস্য রইচ উদ্দিন স্বাধীন।
Desherkhobor24 2016-2020© All rights reserved.