January 26, 2021, 6:16 am
করোনার প্রাদুর্ভাবে থমকে গেছে সারা বিশ্ব, বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়েছে। দিন দিন বাড়ছে মৃত্যু আর করোনায় আক্রান্তের সংখ্যা। করোনার সংক্রমণ রোধে সারা বাংলাদেশ যখন লকডাউনে তখন রংপুর নগরীর গরীব, অসহায়, দুস্থ কর্মহীনদের সেবায় নানা উদ্যোগ নিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আসিফ হোসেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার সাথে সাথে বাংলাদেশে বিভিন্ন জাতীয় সংকট মোকাবেলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী নিজেদের ঝুঁকি আছে জেনেও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্নরকম জনসচেতনতামূলক কর্মসূচি ও ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণপূর্বক বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশে এই সংকটময় মূহুর্তে সারা বাংলাদেশের ন্যায় রংপুর মহানগর ছাত্রলীগ সদা প্রস্তুত।
এরই অংশ হিসেবে আজ রাতে গরীব, অসহায়, দুস্থ কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুর মহানগরীর পরিচিত মুখ, রংপুর মহানগর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন।
তিনি আজ রংপুর নগরীর তাজহাট, আনসারীমোড়, বাবুপাড়া এলাকায় অসহায়, দুস্থ কর্মহীন পরিবারের মাঝে রাতের আধারে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেন। এসময় তিনি তাদের খোঁজখবর নেন এবং তাদেরকে করোনা ভাইরাস মোকাবিলায় সচেতন করার পাশাপাশি সবসময় তাদের পাশে থাকা প্রতিশ্রুতিদেন।
গরীব, অসহায়, দুস্থ কর্মহীন পরিবারের মাঝে প্রদানকৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মধ্যে রয়েছে-
১. চাল ৫কেজি
২. আলু ২কেজি
৩. ডাল ২৫০গ্রাম
৪. তেল ২৫০ গ্রাম
৫. ছোলা বুট ১/২কেজি
৬. মিষ্টি কুমড়া ১টি
৭. সাবান ১টি
Desherkhobor24 2016-2020© All rights reserved.